দুর্গাপুর প্রতিনিধি o
রাজশাহীর দূর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আজ (১১ সেপ্টেম্বর) শুক্রবার বিকেলে দুর্গাপুর সিংগা গ্রামের যুব সংঘের আয়োজনে এক ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুটবল প্রীতি ম্যাচের পৃষ্ঠপোষকতায় ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর পৌরসভার মেয়র প্রার্থী আমিনুল হক টুলু।
ফুটবল প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে সিংগা গ্রামের বিবাহিত বনাম অবিবাহিত দুটি দল। খেলাটি ৯০ মিনিটে অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলের ব্যবধানে বিবাহিত দলকে পরাজিত করে অবিবাহিত দল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, দুর্গাপুর কৃষি উন্নয়ন ব্যাংকের স্টাফ আরিফুল ইসলাম আরিফ, শফিকুল ইসলাম, যুবলীগ নেতা শাওন আহমেদ, খাদেমুল ইসলাম, ছাত্রলীগ নেতা নয়ন, সোহেল রানা প্রমুখ। খেলা শেষে সন্ধায় একটি পিকনিকের আয়োজন করা হয়।
বাংলার কথা/মোবারক হোসেন শিশির/সেপ্টেম্বর ১১, ২০২০

