নিজস্ব প্রতিবেদক (দুর্গাপুর) o
দুর্গাপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০২০-২০২১ অর্থ বছরের ক্রীড়া কর্মসূচির আওতায় সোমবার (১৮ জানুয়ারি) রাজশাহী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও দুর্গাপুর ক্রীড়া সংস্থার সহযোগিতায় দুর্গাপুর অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন কোর্টে অনূর্ধ্ব ১৬ বালকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে সকাল ১১ টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম ও আলহাজ্ব মোতালেব আলী মোল্লা, দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রব, আওয়ামী লীগ নেতা আমিনুল হক টুলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন।
দুর্গাপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আরিফ রুবেল জানান, ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মোট ১৬ টি দলের ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।ক্রীড়া প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী, টুর্নামেন্টের ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন ক্রীড়া সংগঠক আজিজুল ইসলাম, এসএম কুদরত, মনিরুজ্জামান মজনু সহ আরো অনেকে।
অনূর্ধ্ব ১৬ বালকদের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপ হয় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুইটি দল।
বাংলার কথা/মোবারক হোসেন শিশির/জানুয়ারি ১৮, ২০২১