নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর :
রাজশাহী জেলার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে হনুফা বেগম (৫০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। হনুফা বেগম উপজেলার আলীপুর ছাতনী পাড়ার গ্রামের বাসিন্দা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নারী মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তবে বাড়িতে মানুষ থাকার কারণে তখন তার আত্মহত্যার চেষ্টা সফল হয়নি। এবার বাড়ি ফাঁকা পেয়ে আত্মহত্যা করেছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্তপূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।