নিউজ ডেস্ক :
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, দেখিয়ে দিয়েছি, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। রোববার (১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইসি আনিছুর বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের দেশের প্রেক্ষাপটে মুখোমুখিই থাকে। আবার সমঝোতাও হয়। শেষ কথা বলতে কিছু নেই। আমরা তো চেষ্টা করছি। দায়িত্ব নেওয়ার পর যতগুলো নির্বাচন হয়েছে কোনো রকমের অনিয়ম যেটা হয়েছে আমরা ব্যবস্থা নিয়েছি। গাইবান্ধায় ভোট বন্ধ করে দিয়েছে, দু’দিন পর পুনরায় নির্বাচন হবে। আমাদের প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। এখন গ্রহণযোগ্যতা, অযোগ্যতা যেটাই হোক; আমরা তো আমাদেরটা বিবেচনা করতে পারব না। পাবলিক পারসেপশন যদি হয় অগ্রহণযোগ্য সেটা খুঁজে দেখতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক বক্তব্য কিছু বলার নেই। আবার অন্য রকম হয়। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। দলীয় সরকারের সময়ই রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু করেছি। দেখিয়ে দিয়েছি দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। দলগুলো নির্বাচনে আসবে এটাই কাম্য। তারা আমাদের অধীনে একটা নির্বাচনেও অংশ নেয়নি। অংশ নিয়ে বলুক যে ভোট সুষ্ঠু হয়নি। তারা ডে ওয়ান থেকেই তো আমাদের মানছে না। আমাদের নিয়োগ প্রক্রিয়াই নাকি স্বচ্ছ হয়নি। আইনের আওতায় প্রথম নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও বলা হচ্ছে আমাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি। আমাদের তো কিছু করার নেই।
বিএনপি আবারও বর্জন করলে কতটা গ্রহণযোগ্য হবে এমন প্রশ্নে তিনি বলেন, এখনো ভোটের অনেক সময় আছে। অংশ না নিলে তখন বলা যাবে। এতো আগ বাড়িয়ে বলার সুযোগ নেই। আমাদের কাজ আর নেই। আমরা ওইভাবে হয়তো আর বসব না। আপাতত কোনো পরিকল্পনা নেই সংলাপের। সাংবাদিকদের আরেক প্রশ্নে এই কমিশনার বলেন, রংপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণে বিলম্বের কারণ খুঁজতে আমরা আগামী সপ্তাহে বসব। সাংবাদিক যারা ঢাকা থেকে গিয়েছিলেন তাদের আমন্ত্রণ জানাব। এছাড়া, যারা অবজারবার (পর্যবেক্ষক) ছিলেন তাদের আমন্ত্রণ জানাব। এর বাইরেও ভোটগ্রহণ কর্মকর্তা থাকবেন।