নাটোর প্রতিনিধি o
বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তৃণমুল পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতা নির্বাচিত করা হবে। যোগ্য ও সৎ ও দলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করে দলকে সুসংগত করে বলিষ্ঠ নের্তৃত্ব তৈরী করা হবে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় ভিডিও বার্তায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি’র আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব নজরুল ইসলাম, বিএনপি নেতা আমিনুল হক, শহিদুল ইসলাম বাচ্চু, রহিম নেওয়াজ, অ্যাডভোকেট রুহুল আমিন টগর, খবির উদ্দিন শাহ, দেওয়ান শাহিন সহ অন্যান্যরা।
বাংলার কথা/নাজমুল হাসান/ সেপ্টেম্বর ১৯, ২০২০

