নিজস্ব প্রতিবেদক o
রাজশাহী সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজ ওয়ার্ডের ড্রেন পরিস্কার কাজ পরিদর্শন করেন।
এ সময়ে তিনি বলেন, রাজপাড়া থানার সামনের রাস্তার ড্রেনের এক স্থানেই চার ভ্যান প্লাস্টিক বোতল, জ্যাকেট ও বিছানার চাদর পাওয়া গেছে। এই অবস্থা যদি এক স্থানে হয় তাহলে ড্রেনের পানি নিস্কাশন হবে কিভাবে। এছাড়াও অনেকই রাস্তা ঘেষে বাড়ি করায় ডেনের উপর ব্লক বসিয়ে ড্রেন পরিস্কার করার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিভিন্ন স্থানে এই ধরনের ব্লক তিনি ভেঙ্গে দিয়েছেন বলে জানান।
ওয়ার্ড কাউন্সিলর মতি আরো বলেন, এই সিটি কর্পোরেশন ও ওয়ার্ড জনগণের। আর জরনগণের সেবা করার জন্যই তাদের ভোট দিয়ে বিজয়ী করেছেন। তিনি সর্বদা জনগণের সেবায় নিয়োজিত আছেন। কিন্তু জনগণ সচেতন ও সহযোগিতা না করলে কাংখিত সেবা প্রদান করা কষ্টকর। সেবা করতে এবং ওয়ার্ড জলামুক্ত এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন।
রাস্তায় এবং ড্রেনের মধ্যে কোন প্রকার আবর্জনা না ফেলার জন্য ৭ নং ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ করেন কাউন্সিলর মতি।
বাংলার কথা/ সেপ্টেম্বর ১৭, ২০২০

