নিউজ ডেস্ক :
একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে ৭০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬২৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৯ জনে। চলতি বছরে ২১ হাজার ১৯৩ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। তার মধে ১৫ হাজার ৮৮৫ জন রাজধানী ঢাকায় এবং ৫ হাজার ৩০৮ জন রোগী ঢাকার বাইরে। আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬২৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০৭ জন এবং ঢাকার বাইরে ২১৭ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ৬২৪ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৯ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৩৪ জন এবং ঢাকার বাইরে ৬০৫ জন। এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১০ই অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ২১ হাজার ১৯৩ জন।
তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ১৮ হাজার ৬৮৪ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৭০ জনের মৃত্যু হয়েছে।