নিউজ ডেস্ক :
আগের দিনের মতো গতকাল চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত থাকলেও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে। তবে আগের দিনের তুলনায় লেনদেন ড়েছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ দশমিক ৫২ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ কমে ছয় হাজার ৩৯০ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক দশমিক ৭১ পয়েন্ট বেড়ে এক হাজার ৪০৭ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট কমে দুই হাজার ২৭১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১ হাজার ১৭৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৭৫ লাখ টাকা। এদিন ১৫ কোটি ৬৮ লাখ ১০ হাজার ৩২৯টি শেয়ার ১ লাখ ৯৫ হাজার ৯৬ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৬৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত ছিল ২২৬টির দর।
অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ২০ দশমিক ৬৩ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ১১ হাজার ২৮০ দশমিক ২৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ কমে ১৮ হাজার ৮২০ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত ছিল ৯৭টির দর। সিএসইতে এদিন ১৭ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।