নিউজ ডেস্ক :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই ট্রাস প্রশাসনের ‘ভুল’ সংশোধনে কাজ করার ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। পূর্বসূরী লিজ ট্রাসের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেছেন, দেশের প্রবৃদ্ধির উন্নতি করতে চাওয়া ভুল নয়। এটি একটি মহৎ উদ্দেশ্য। কিন্তু কিছু ভুল করা হয়েছে।
সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম ভাষণে ঋষি বলেন, এগুলো অসৎ ইচ্ছা বা খারাপ উদ্দেশ্য থেকে জন্মগ্রহণ করেননি, বরং তার পুরোপুরি বিপরীত। তবুও সেগুলো ভুলই।
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, তিনি তার পূর্বসূরীর করা ‘ভুলগুলো সংশোধন করতে’ বদ্ধপরিকর। আর এই কাজ শুরু হবে তাৎক্ষণিকভাবে।
সুনাক বলেন, অর্থমন্ত্রী থাকাকালে নানা স্কিমের মাধ্যমে ‘মানুষ ও ব্যবসার সুরক্ষায়’ সম্ভাব্য সব কিছু করেছিলেন। আজ যুক্তরাজ্য যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তা মোকাবিলায় সেই একই চিন্তাধারা নিয়ে আসবেন তিনি।
নতুন প্রধানমন্ত্রী বলেন, আমি শুধু কথায় নয়, কাজে দেশকে ঐক্যবদ্ধ করবো। আমি আপনাদের জন্য দিনরাত কাজ করবো।