বুধবার , ৪ জানুয়ারি ২০২৩ | ১৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

টানা পতনের পর ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
জানুয়ারি ৪, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের প্রথম দুই কার্যদিবসে সূচক ও লেনদেনের টানা পতনের পর গতকাল তৃতীয় কার্যদিবসেও সূচকের সামান্য উত্থান দেখা গেছে। একই সঙ্গে আগের দিনের চেয়ে গতকাল লেনদেন বেড়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ১৮ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ বেড়ে ছয় হাজার ১৮৫ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ০৮ শতাংশ বেড়ে এক হাজার ৩৫২ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ বেড়ে দুই হাজার ১৯২ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ১৯৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬২১টি শেয়ার ৫৬ হাজার ৮৪৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ১৬৯টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড। কোম্পানিটির ২৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১০ কোটি ২৬ লাখ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ৭৩ লাখ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৮ কোটি ২৬ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৬ কোটি ৮২ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট লিমিটেডের ৬ কোটি ৫৯ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬ কোটি ৪৪ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৫ কোটি ৭৪ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ৫ কোটি ৩৭ লাখ, আমরা নেটওয়ার্ক লিমিটেডের ৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৯ দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর পরের অবস্থানে থাকা বুসন্ধরা পেপার মিলস লিমিটেডের ৪ দশমিক ৭৬ শতাংশ, আমরা নেটওয়ার্কস লিমিটেডের ৪ দশমিক ৫৬ শতাংশ, আমরা টেকনোলজিস লিমিটেডের ৪ দশমিক ২৮ শতাংশ, বিডি থাই ফুড লিমিটেডের ৪ দশমিক ২৬ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৪ দশমিক ১৩ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ১০ হাজার ৯৪৭ দশমিক ৯৯ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১২ দশমিক ৫২ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ১৮ হাজার ২৭১ দশমিক ২৫ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত ছিল ১০২টির দর। গতকাল সিএসইতে মোট ৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, এর আগের কার্যদিবসে হয়েছিল ৬ কোটি ১২ লাখ টাকা।

সর্বশেষ - প্রচ্ছদ