জীবনের কথা!
-বিশ্বজিৎ কর
জীবন তুমি টলমল-
পদ্মপাতায় জলের মতো,
জীবন তুমি এলোমেলো-
যেমন খুশি ইচ্ছেমতো!
জীবন তুমি বেহিসেবি-
হিসাবখাতায় বাঁধনছাড়া,
জীবন তুমি খামখেয়ালী-
কেমন যেন আপনহারা!
জীবন তুমি ভালবাসা-
অন্তরেই আনাগোনা,
জীবন তুমি অবুঝ বটে-
কত কিছুই অজানা!
জীবন তুমি দিন গুনছ-
ওপারের সন্ধানে?
জীবন তুমি একটু দাঁড়াও-
আটকে আছি বন্ধনে!
কবির ঠিকানা : বোড়াল কলকাতা পশ্চিমবঙ্গ ভারত
বাংলার কথা/সেপ্টেম্বর ১৪, ২০২০

