নিউজ ডেস্ক :
সুনামগঞ্জে জামালগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ। সাংবাদিক সাইফ উল্লাহর সঞ্চালনায় আলোচনার ভিত্তিতে ২০২৩-২০২৪ সাল মেয়াদে কমিটি গঠন করা হয়।
দি বাংলাদেশ টুডে ও দৈনিক জালালাবাদ পত্রিকার প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপকে সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের ক্রাইম রিপোর্টার বাদল কৃষ্ণ দাসকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি পদে সাইফ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুস সামাদ আফিন্দী, কোষাধ্যক্ষ পদে বাপ্পী বর্মণ, সাংগঠনিক সম্পাদক পদে আসাদ বিন সফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অনিমেষ দাস, দপ্তর সম্পাদক মানিক মিয়া সদস্য পদে এইচ জাকারিয়া ও আফজাল হোসেনকে রাখা হয়েছে।