শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ১৫ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

ছুটির দিনে কুয়াকাটা সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ২৪, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
বইছে দখিনের মৃদু শিতল হাওলা। হালকা কুয়াশায় ঘেরা চারিদিক। এর মধ্যেও থেমে নেই পর্যটকদের উচ্ছ্বাস। কেউ সমুদ্রে সাঁতার কাটছেন, কেউ ঘুরছেন ঘোড়ায় চরে, কেউ সৈকতে সাউন্ড বক্স বাজিয়ে নাচে গানে মেতে উঠেছেন। কেউবা আবার ফুটবল নিয়ে খেলা করছেন বালিয়ারীতে। কেউ কেউ সৈকতের ব্রেঞ্চে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য।

বড়দিনসহ সাপ্তাহিক ৩ দিনের সরকারি ছুটির দ্বিতীয় দিন শনিবার সাগরকন্য কুয়াকাটায় আগমন ঘটেছে হাজারো পর্যটকের। হোটেল মোটেলের রুমও রয়েছে বুকিং। পর্যটকরা এভাবেই সৈকতের বালিয়াড়িতে উন্মাদনায় মেতেছেন। পর্যটকের এমন ভিড়ে প্রাণচাঞ্চল্য হয়ে উঠেছে ব্যবসা প্রতষ্ঠানগুলো। তবে খাবার মূল্য ও হোটেল ভাড়া বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ তাদের। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পর্যটন স্পটগুলোতে মোতায়েন রয়েছে মহিপুর থানা পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ ও নৌ-পুলিশের সদস্য।

সৈকত ঘুরে দেখা গেছে, কুয়াকাটার জিরো পয়েন্টের পশ্চিম প্রান্তের লেম্বুরচর এবং পূর্ব প্রান্তের গঙ্গামতি সৈকত পর্যন্ত পর্যটকদের পদচারনায় মুখরিত। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকদের ব্যাপক চাপ বেড়েছে। এদিকে পর্যটকরা রুম বুকিং না দিয়ে কুয়াকাটায় আসলে এক শ্রেণির অসাধু হোটেল ব্যবসায়ী অতিরিক্ত ভাড়া আদায় করছে। আর যারা অগ্রীম বুকিং দিয়ে আসে তাদের এই সমস্যায় পড়তে হয় না এমনটাই জানিয়েছেন স্থানীয়রা।
পর্যটকরা বলেছেন, এর আগে ফেরি পার হয়ে কুয়াকাটায় আসতে হতো। তখন অনেক বিড়ম্বনার শিকার হতে হয়েছে। এবারে মাত্র ৬ ঘণ্টায় কুয়াকাটা আসতে পেরেছেন তারা।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুম’র সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর সাপ্তাহিক ছুটিসহ সরকারি ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বেশি হচ্ছে। তবে বড় দিনসহ সাপ্তাহিক ৩ দিনের ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটায় ঢল নেমেছে দেশি বিদেশি পর্যটকের।

ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগত সকল পর্যটকের সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনীয় স্থানগুলোতে সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত রয়েছে।
মহিপর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, তিন দিনের ছুটিতে পর্যটকের সেবায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ - প্রচ্ছদ