নিজস্ব প্রতিবেদক (নাটোর) o
নাটোরের সিংড়ায় ছাগল চুরির অভিযোগ এনে দুই স্কুল ছাত্রকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।
রবিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলদহর বাজারে এই ঘটনা ঘটে। ঘটনাটি সন্ধ্যায় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
পারিবারিক সূত্র জানায়, রোববার দুপুরে সিংড়া উপজেলার বিলদহর বাজারে কাঁচা বাজার করতে যায় স্থানীয় হরদমা কারিগরি স্কুলের ছাত্র সাগর ও অন্তর। এসময় মোস্তফা সরদার এবং সোহেল হোসেন নামে এলাকার ২ ব্যাক্তি ঐ দুই ছাত্রকে ধরে লাঠি দিয়ে মারপিট শুরু করে। পরে দুই ছাত্রকে গাছের সাথে বেঁধে নির্যাতন শুরু করে তারা। খবর পেয়ে তাদের অভিভাবকরা ঘটনাস্থলে গেলে তাদেরকেও মারপিট করে মোস্তফা ও সোহেল।
পরে এলাকাবাসী আহত অবস্থায় দুই ছাত্রকে ছাড়িয়ে নিয়ে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গা-ঢাকা দেয় নির্যাতনকারীরা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বাংলার কথা/নাজমুল হাসান/জানুয়ারি ১০, ২০২১