শনিবার , ২৪ ডিসেম্বর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিবসহ আটক ৫

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ২৪, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ পাঁচ নেতাকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে বিএনপির পূর্বনির্ধারিত গণমিছিল শুরুর আগেই শহরের কোর্ট মোড় থেকে পাঁচ নেতাকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরিফ, সদস্য আবু বক্কর সিদ্দিক, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আইলহাস ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফ ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খান।

নিজের পরিচয় গোপন রাখার শর্তে বিএনপির এক নেতা বলেন, বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব চত্বর থেকে বিএনপির গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। নেতাকর্মীরা কর্মসূচিতে পৌঁছার আগেই চুয়াডাঙ্গা কোর্ট মোড় এলাকায় পাঁচ নেতার সাথে পুলিশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চুয়াডাঙ্গা কোর্ট মোড় থেকে এই পাঁচ নেতাকে আটক করে পুলিশ। জেলার শীর্ষ পর্যায়ের পাঁচ নেতা গ্রেফতার হওয়ায় ভেস্তে গেছে বিএনপির কর্মসূচি।
বিএনপি নেতাকর্মীদের আটক প্রসঙ্গে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন বলেন, বিএনপির মিছিল থেকে হামলা, ভাংচুর ও ক্ষয়ক্ষতির আশংকা ছিল। এ তথ্য পেয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সর্বশেষ - প্রচ্ছদ