চারঘাট (রাজশাহী) প্রতিনিধি o
চারঘাটের মোক্তাপুরে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত মসজিদের যন্ত্রাংশ মেরামতে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) মুক্তারপুর গ্রামের ক্ষতিগ্রস্ত মসজিদে জুম্মার নামাজ শেষে যন্ত্রাংশ মেরামতের জন্য এই আর্থিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, গত ৭ই জুন সোমবার আকষ্মিক বজ্রপাতে মুক্তারপুর গ্রামের জামে মসজিদটির ১০/১২টি ফ্যান, মাইক, সৌর বিদ্যুৎ, ডিজিটাল ঘড়িসহ বিদ্যুতের সকল মালামাল পুড়ে যায়। এই মর্মে স্থানীয় এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহারিয়ার আলম এমপির ফেসবুকের স্ট্যাটাসে অনুপ্রানিত হয়ে উপজেলা যুবলীগ সভাপতি মামুন তার ব্যক্তিগত তহবিল থেকে মসজিদের ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।
কৃতজ্ঞতা প্রকাশ করে মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম বলেন, যুবলীগ সভাপতি মামুন ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতের জন্য মসজিদ তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন এবং প্রয়োজনে লাগলে আরও দেবার ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন।
বাংলার কথা/মোজাম্মেল হক/সেপ্টেম্বর ১১, ২০২০

