নিজস্ব প্রতিবেদক o
তাহেরপুর পৌরসভা বিএনপির আয়োজনে জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ এর মুক্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে পৌর বিএনপির আহবায়ক কায়জার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুর রহমান মিন্টু প্রাক্তন মেয়র ও সদস্য জেলা বিএনপি। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবু।
প্রধান অতিথি মিন্টু বলেন, সামনে পৌরসভার নির্বাচন আর এই নির্বাচনে বিএনপি যেন শক্তিশালী ভুমিকা না রাখতে পারে ঠিক সেই জন্য কোন নিময় নীতির তোয়াক্কা না করে আবু সাইদ চাঁদ সাহেবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সভায় তার অবিলম্বে মুক্তির দাবি করা হয়।
এ সময় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মিগন উপস্থিত ছিলেন।
বাংলার কথা/ সেপ্টেম্বর ১১, ২০২০