নিউজ ডেস্ক :
চাঁদপুরে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রঘোষিত ১০ দফা দাবিতে এই গণমিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদীন ফারুক।
শনিবার বিকালে বিএনপি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শহরের চিত্রলেখা মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেকের পাড়ে অঙ্গীকার পাদদেশে এসে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম, সাবেক আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, মনির চৌধুরী, শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন খান, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী বেপারী, সদস্য সচিব ইব্রাহীম কাজী জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী প্রমুখ।