বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

ঘুষ দিয়ে কোনো কাজ করবেন না: মাশরাফী

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ২১, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, ‘টিআর, কাবিখা, কাবিটার কাজ পেতে আমার পরিবার বা আত্মীয় স্বজন অথবা আমার নামে কেউ কোনো টাকা নেয় কিনা সে কথা জানতে চাই। যদি কেউ এ কাজ করে থাকে তাহলে আমাকে জানান। আমি তার ব্যবস্থা নেব।’

তিনি বলেন, ‘কষ্টের টাকায় ঘুষ দিয়ে আপনারা কোনো কাজ করবেন না। ভাতার ৫শ’ টাকার একটি কার্ড নিতে কেন আপনারা ৬ হাজার টাকা দেবেন? চাকরির জন্য কেন আপনারা টাকা দেবেন? এ দায়ভার তো আমার না। যোগ্যতা থাকলে আপনাদের চাকরি হবে। টাকার বিনিময়ে কেউ কোনো কাজ করে দিতে পারবে না।’

বুধবার বিকেল নড়াইল সদরের হবখালি ইউনিয়নে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ নামে এক ব্যতিক্রমী অনুষ্ঠানে একথা বলেন মাশরাফী। এসময় শিক্ষক, কৃষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ মানুষ বিভিন্ন রাস্তা-ঘাট নির্মাণ, হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকের অভাব, ইউনিয়ন ভূমি অফিসের সীমাহীন দুর্নীতি, বিদ্যালয় ভবন ও ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং মসজিদ-মন্দির সংস্কারের দাবি তুলে ধরেন।
এমপির সঙ্গে দেখা করতে না পারার অভিযোগের উত্তরে মাশরাফী বলেন, আপনাদের জন্য আমার দরজা ২৪ ঘণ্টাই খোলা। যে কেউ আমার সঙ্গে দেখা করতে পারেন। আপনাদের কথা শুনতে আমি বাধ্য। এর আগে অনেকেই আপনাদের মাথায় হাত বুলিয়ে খুশি করে থাকতে পারে। কিন্তু আমি তা করতে চাই না। আমি এসেছি আপনাদের কথা শুনতে। আপনারা আমাকে ভোট দিয়েছেন। এখনো নির্বাচনের এক বছর বাকি আছে। আগামীতে হয়তো আমি নাও থাকতে পারি। সেজন্য একবছর আগে এসেছি যেসব কাজ করেছি, আর যা বাকি আছে তার হিসাব দিতে।

চিকিৎসা ব্যবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন চাইলেই রাতারাতি এখানে হাসপাতাল বানানো সম্ভব নয়। সরকারি কাজের কিছু নিয়ম-কানুন আছে। এসব নিয়ম মেনে এ ব্যপারে যা যা করা সম্ভব সব কিছু করব। আপনারা আমার ওপর বিশ্বাস রাখেন।

ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সেবা নিতে এসে ভবিষ্যতে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখা হবে। কৃষকদের সময়মত পর্যাপ্ত সার না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আজই কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - প্রচ্ছদ