বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

ঘন কুয়াশায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৯ কিমি দীর্ঘ যানজট

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ২৮, ২০২২ ২:৪২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাখায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারেনি। এতে করে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে ৯ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক কন্ট্রোলরুম সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাত থেকে কুয়াশার পরিমাণ বেড়ে যায়। ফলে দৃষ্টিসীমার ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দুর্ঘটনা এড়াতে টোল প্লাজার কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। এতে যানবাহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সেতুর কয়েকটি কাউন্টারে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। সকাল ৮টার পর স্বাভাবিকভাবে টোল আদায় শুরু হওয়ায় পরিবহণ চলাচল শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সড়ক স্বাভাবিক হবে।

সর্বশেষ - প্রচ্ছদ