গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি o
রাজশাহীর গোদাগাড়ীতে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার সাথে সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ুন কবীর খোন্দকার সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। কেন না তারা যদি ত্যাগ স্বীকার না করতেন আপনারা ক্যাডার অফিসার হতে পারতেন না। তারপর নারীদের দাঁড়িয়ে রেখে আপনি বসে থাকবেন না, তাদেরকে সম্মান করবেন। তাদের সাথে খারাপ আচরণ করবেনা। বয়স্ক মানুষকে সম্মান করতে হবে। তাদের সাথে খারাপ আচারণ করতে পারবেন না। এ ধরনের অভিযোগ পেলে, কোন ছাড় দেয়া হবে না। ’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলম, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিমুল আকতার, সহকারি কমিশনার (ভূমি) মোসা. নাজমুল নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দুলাল আলম, কৃষি অফিসার মো. সফিকুল ইসলাম, পিআইও প্রকৌশলী মো. আবু বাশির প্রমুখ।
বাংলার কথা/হায়দার আলী/ডিসেম্বর ৩০, ২০২০