গোদাগাড়ী (রাজশাহী) প্রতিবেদক o
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বোগদামারীতে বিনামূল্যে কৃমিনাশক বিতরণের একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্দ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) এর অর্থায়নে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
গত সোমবার ( ২১ ডিসেম্বর) সকাল জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত স্মার্ট লাইভস্টক ভিলেজ (আদর্শ প্রাণিসম্পদ গ্রাম) গ্রামে গবাদিপশুর এ ক্যাম্পে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোহা. ইসমাইল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল করিম শিবলী।
আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আরিফুল ইসলামসহ (এলডিডিপি) দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও প্রকল্পের কর্মচারি এলাকার সুধিবৃন্দ। এছাড়া ক্যাম্পিং পোগ্রামে প্রায় ১শ ৫০ খামারী উপস্থিত থেকে তাদের পালিত ৫ শতাধিক গবাদি পশুর জন্য বিনামূল্যে কৃমিনাশক ওষুধ গ্রহন করেন।
বাংলার কথা/হায়দার আলী/ডিসেম্বর ২২, ২০২০