মোঃ হায়দার আলী, গোদাগাড়ী ( রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় গোদাগাড়ীর আজাদ সুপার মার্কেটের দোতলায় এ উপ – শাখাটি উদ্বোধন করা হয়েছে। রাজশাহী কোর্টবাজার শাখার ব্যবস্থাপক মোঃ খন্দকার রাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী অঞ্চলের ডিজিএম মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গর আলম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, পূবালী ব্যাংকের ম্যানেজার মোঃ আশরাফুল আলম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ীর মোঃ মাসুম আলী প্রমূখ।
ডিজিএম মোঃ রফিকুল ইসলাম বলেন, শাখা ও উপ-শাখার কার্যক্রমের মধ্যে কোন পার্থক্য নেই। এখানে সব ধরনের কার্যক্রম হবে। বাংলাদেশ ব্যাংকের কিছু সীমাবদ্ধতার কারনে, সরাসরি শাখা হিসেবে উদ্বোধন করা সম্ভাব হয় নি। তবে আপনাদের কোন সমস্যা হলে অচিরে শাখায় রুপান্তরিত করা হবে। বাংলাদেশে ৪ শ ৯১ টি শাখা এবং ১ শ ১১ টি উপ- শাখা রয়েছে। দেশের সকল শাখায় ইসলামী ব্যাংকিং এর সকল সুবিধা বিভিন্ন শাখায় রয়েছে বলে প্রধান অতিথি জানান।