নিজস্ব প্রতিবেদক ০
মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে চমক দেখালেন রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার বর্তমান মেয়র মনিরুল ইসলাম বাবু। রবিবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে নারিকেল গাছ প্রতীক নিয়ে আট হাজার ৮১৫ ভোট পেয়ে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী অয়েজুদ্দিন বিশ্বাস বিদ্রোহী প্রার্থীর সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। ভোটের হিসাবে তার অবস্থান তৃতীয়।
মনিরুল ইসলাম বাবুর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির গোলাম কিবরিয়া রুলু ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ছয় হাজার ৭৯৩ ভোট। আর আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস নৌকা প্রতীকে ভোট পেয়েছেন চার হাজার ১৪ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ছাত্রশিবিরের সাবেক নেতা ড. ওবায়দুল্লাহ জগ প্রতীকে ভোট পেয়েছেন তিন হাজার ৭৭৪ ভোট। এ পৌরসভায় ইভিএমএ’র মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী ছিলেন।
এদিকে পৌরসভার ১নং ওয়ার্ডে আব্দুল জাব্বার, ২নং ওয়ার্ডে মোফাজ্জুল হোসেন মোফা, ৩নং ওয়ার্ডে মনিরুল ইসলাম মনির, ৪নং ওয়ার্ডে আব্দুল হাকিম, ৫নং ওয়ার্ডে শহিদুল ইসলাম, ৬নং ওয়ার্ডে সাংবাদিক শহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ডে শামীম আকতার রুমেন বিশ্বাস, ৮নং ওয়ার্ডে এমদাদুল হক মুকুল এবং ৯নং ওয়ার্ডে মোহাম্মদ ওবাইদুল্লাহ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এছাড়া ১নং সংরক্ষিত ওয়ার্ডে ফজিলাতুন নেসা সিমা, ২নং সংরক্ষিত ওয়ার্ডে জান্নাতুন ফেরদৌসী বুন্নি ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডে জাহানারা খাতুন লাকী মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
বাংলার কথা/ফেব্রুয়ারি ১৪, ২০২১