মোঃ হায়দার আলী, গোদাগাড়ী (রাজশাহী) ০
রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে । শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সিসিবিভিও-রাজশাহীর উদ্যোগে ব্রেড ফর দি ওয়ার্ল্ড-জার্মানীর সহায়তায় রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহ গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের সেন্ট যোসেফ্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা তাদের সংস্কৃতির ঐতিহ্য পরিবেশন করে।
সমাপনী পর্বে সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি শ্রী অজয় মিঞ্জ।


প্রতিযোগিতার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি মোঃ মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন সিসিবিভিও’র নির্বাহী প্রধান মোঃ সারওয়ার-ই-কামাল, নবাই বটতলা মিশনের ফাদার মাইকেল কোড়াইয়া, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, যুব আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক বেলাল উদ্দীন সোহেল, গোদাগাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার ও গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেন।
প্রতিযোগিতায় অশগ্রহণকারীরা আদিবাসীদের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠান, সংগীত ও নৃত্য প্রদর্শন করে।
অনুষ্ঠানে ৩৫ টি রক্ষাগোলা সাংস্কৃতিকদলের ৬৫০ জন নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিরাবুল ইসলাম ও মানিক এক্কা। এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সিসিবিভিওর মোঃ আরিফ, মোঃ শাহাবুদ্দিন শিহাব, ইমরুলসহ রক্ষাগোলা খাদ্য নিরাপত্তা কর্মসূচির সমাজ সংগঠক ও ৩৫ টি রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিটি অংশগ্রহণকারী দল ও বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।
বাংলার কথা/ডিসেম্বর ১৭, ২০২০