গোদাগাড়ী (রাজশাহী) প্রতিবেদক o
রাজশাহী গোদাগাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা, যৌতুক, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি।
মাসিক সভায় গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন করেন সাবেক উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী মডেল থানার ওসি মো. খলিলুর রহমান পাটোয়ারী, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রোকনুজ্জামান, আদিবাসী নেতা শ্রী কিসনো দাস, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক কলামিষ্ট মো. হায়দার আলী, ডা. ইফাত ফারজানা, বিজিবির কোম্পানি কমান্ডার, মো লিয়াকত আলী প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ সুলতান (রহ.) কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. দুরুল হোদা, শিশু নিকেতনের অধ্যক্ষ বরজাহান আলী পিন্টু, গোদাগাড়ী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মজিবুর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তরের প্রধানগণসহ সুধীজন উপস্থিত ছিলেন।
বাংলার কথা/হায়দার আলী/ডিসেম্বর ২৪, ২০২০