মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ১৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

গোদাগাড়ীতে হেরোইনসহ ইউপি মেম্বরসহ গ্রেফতার ২, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা আত্নগোপনে

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
জানুয়ারি ১০, ২০২৩ ১:০৩ অপরাহ্ণ

গোদাগাড়ী, (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে ২ শ গ্রাম হেরোইনসহ দুজন গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুলিশ সুপার, রাজশাহী  এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  সনাতন চক্রবর্তীর  দিক নির্দেশনায় ওসি ডিবি  মোঃ আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ইনামুল ইসলাম ও এসআই (নিঃ) মোঃ মাহাবুব রহমান সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় গত  ০৯ জানুয়ারী রাত ১০ টার সময়  গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী মহল্লায় মাদক বিরোধী অভিযান চালানো হয়।
ডিবির একটি সূত্র জানায় ধৃত ১নং আসামী মোঃ জহুরুল ইসলাম এর বসত বাড়ীর মেইন গেটের সামনে মাদকদ্রব্য হেরোইন ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করাকালে এজাহারনামীয় ধৃত আসামী ১। মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা- মৃত আমজাদ আলী, সাং-মহিষালবাড়ী বাজার, ২। মোঃ নাহিদ হক (২৫), পিতা- মৃত আব্দুল লতিফ, সাং- মাদারপুর ডিমভাঙ্গা, উভয় থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী দ্বয়ের হেফাজত হতে  ২০০ (দুইশত) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয় এবং তাদের সহযোগী ৩। মোঃ ইব্রাহিম, ৪। মোঃ শামীম জনে কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয় ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্তাধীন।
চর আষাড়িয়া ইউনিয়নের মেম্বার জোহরুল ইসলামকে ২ শ গ্রাম হেরোইনসহ গ্রেফতারের বিষয়টি  গোদাগাড়ীর টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। বিষয়টি চায়ের আড্ডায়, বিভিন্ন মোড়ে, দোকানে আলোচিত হচ্ছে। তার গ্রেফতারের খবরটি প্রকাশ হওয়ার পর থেকে বিভিন্ন সংস্থার  তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীরা আত্নগোপনে চলে গেছে। ওই সব মাদক ব্যবসায়ীদের পদ্মানদী এপার ও ওপারে দুই পাড়ে বাড়ী থাকায়  এপারে মাদক বিরোধী অভিযান চলার সময় পদ্মা নদীর ওপারে পালিয়ে যায়।
মোঃ হায়দার আলী

সর্বশেষ - প্রচ্ছদ