বাংলার কথা ডেস্ক :
গাজীপুরে নিখোঁজের তিনদিন পর তুরাগ নদী থেকে মো. আমিন মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা নৌ পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, কথা কাটাকাটির জেরে তাকে খুন করে নদীতে লাশ ফেলে দেয়া হয়েছে। এ ঘটনায় বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
নিহত আমিনের বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানাধীন হাতিমারা এলাকায়। তার ভাতিজা রনি মিয়া ও স্বজনরা জানান, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে শনিবার বিকেলে পার্শ্ববর্তী গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানার মজলিশপুরের বরইতলী এলাকার মালেকের ঘাটে যান আমিন মিয়া। সেখানে কথা কাটাকাটির জেরে তাকে খুন করে বন্ধুরা। পরে নিহতের লাশ তুরাগ নদীতে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা।
তারা আরও জানান, ঘটনার দিন রাতে বাড়ি না ফেরায় বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও আমিন মিয়ার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার ভাটিতে আশুলিয়া থানার নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে নিহতের লাশ সনাক্ত করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের ভাতিজা রনি মিয়া বুধবার থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলার কথা/১১ মে/২০২২
Leave a Reply