বুধবার , ২ নভেম্বর ২০২২ | ৮ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

গাজীপুরে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পদবঞ্চিতদের হামলা-ভাঙচুর

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
নভেম্বর ২, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
গাজীপুরের বাসন থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাঙ্ক্ষিত পদ না পেয়ে হামলা-ভাঙচুর করেছে পদবঞ্চিত প্রার্থীর অনুসারী বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বুধবার (২ নভেম্বর) বিকেলে সম্মেলনস্থল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

এসময় সম্মেলনের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বিশেষ অতিথি গাজীপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভুইয়া, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপত্বি করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাসন থানা কমিটিতে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ২০ জন প্রার্থী ছিলেন। পরে সভাপতি পদের প্রার্থীরা সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে সমর্থন দিয়ে সরে যান। তবে সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারকারী মো. আবুল কাশেমকে সাধারণ সম্পাদক এবং মো. শফিকুল ইসলাম শফি, মো. আমির হোসেন ও রাকিব সরকারকে যুগ্ম সম্পাদক হিসেবে ঘোষণা দেয়ার পরপরই একদল উচ্ছৃঙ্খল বহিরাগত যুবক বিক্ষোভ শুরু করে। তারা সম্মেলন স্থলে থাকা প্লাস্টিকের চেয়ার ভাঙচুর ও সম্মেলন উপলক্ষে টানানো বিভিন্ন প্রার্থীর ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, নতুন ঘোষিত কমিটিতে কোনো প্রার্থী কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তার সমর্থিত নেতা-কর্মীরা এ কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তারা নতুন কমিটি ঘোষণা শেষ হওয়া মাত্রই উত্তেজিত হয়ে সভাস্থলের শতাধিক চেয়ার ভাংঙচুর করেছে। এছাড়া ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলেছে। পরে বাসন থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, বাসন থানা গঠনের পর এটাই ছিল আওয়ামী লীগের প্রথম সম্মেলন। বুধবার অনুষ্ঠান থেকে আগামী ১৯ নভেম্বর গাজীপুর মহানগরের সম্মেলনের তারিখও ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

সর্বশেষ - প্রচ্ছদ