নিউজ ডেস্ক :
গাজীপুর শহরের ড্রেন থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৪০ বছর বয়সের ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ খবর নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এসআই আব্দুল্লাহ আল নোমান।
তিনি জানান, বাংলাদেশ কৃষি গবেষণার সীমানা প্রাচীর ঘেষা ড্রেনে এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এসআই আব্দুল্লাহ আরও জানান, নিহতের পরণে জিন্সের কালো প্যান্ট ও লাল রংয়ের টি-সার্ট রয়েছে। নিহতের ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। তার মুখমন্ডল ফোলা ছিল। তাৎক্ষণিক তার নাম-পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।