নিউজ ডেস্ক :
খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়িতে রমজান আলী (৩০) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্বার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রমজান চট্টগ্রামের খুলশীর আমবাগান এলাকার ইউনুস সিকদারের ছেলে। তিনি ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক ছিলেন বলে জানা গেছে।
গুইমারা থানার ওসি মুহাম্মদ রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গুইমারা থানা পুলিশের একটি দল ওই যুবকের গলা কাটা লাশ উদ্ধার করে। এ সময় প্রায় এক কিলোমিটার দূর থেকে যুবকের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।