শনিবার , ১৫ অক্টোবর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

কুমিল্লায় মা-বাবার স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ১৫, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
মা-বাবার স্বপ্নপূরণ করতে ঘোড়ারগাড়ি ও হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা গ্রামের কৌফিক ইসলাম হিমেল।

হিমেল ওই গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম স্বপন ও শামিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, হিমেল আমেরিকা প্রবাসী। তার মা-বাবার স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। ঢাকা জেলার মধ্যবাড্ডা এলাকার মো. হানিফের মেয়ে সোহানা আক্তার সামিয়ার সঙ্গে তার বিয়ে হয়েছে।

শুক্রবার দুপুরে নিজ এলাকা থেকে হেলিকপ্টারে চড়ে কনের বাড়িতে যান বর।

এ ব্যাপারের হিমেলের বাবা স্বপন বলেন, আমার স্বপ্ন ছিল একমাত্র ছেলে হেলিকপ্টারে চড়ে বউ ঘরে আনবে। সেই স্বপ্ন পূরণ হয়েছে।

সর্বশেষ - প্রচ্ছদ