নিউজ ডেস্ক :
ইভিএমের মাধ্যমে কুমিল্লার জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। তবে দুপুরে ইভিএমে ভোট দিতে অসুবিধা হচ্ছে বলে অনেকেই অভিযোগ করছেন। তারা বলছেন, অনেকবার চেষ্টা করার পরও তাদের আঙুলের ছাপ মিলছে না। এ জেলায় ১৫ উপজেলার ভোটার রয়েছেন ২৬৭৯ জন। সোমবার (১৭ অক্টোবর) জেলার লালমাই উপজেলা সম্মেলন কক্ষে বেলা ১১ টায় ভোট দিতে এসে আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি এ কেন্দ্রের ভোটার হাসানুল জামান, হাছিনা বেগম, হুয়ামান কবির ও নূর ইসলাম।
ভোটার হাছিনা বেগম বলেন, ১১ টায় ভোট দিতে এসেছি এখন ১ টা বাজে, কিন্তু ভোট দিতে পারিনি। স্যাররা বলেন, ভোট দিতে হলে ঢাকার অনুমতি লাগবো। হুয়ামান কবির বলেন, বাবারে জীবনে প্রথম ইভিএমে ভোট দিতে আসছি, রোদে মাথাটা ঘুরতেছে। স্যাররা বলেন, এখন ভোট দিতে পারবো না। এ কেন্দ্র ১১৮টি ভোটের মধ্যে ১১৪টি ভোট গ্রহণ করা হলেও ভোট দিতে পারেননি এ চারজন জনপ্রতিনিধি। এ জেলায় আগেই চেয়ারম্যান ও ৬ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর এখন ৬৬ জন প্রার্থীর মধ্যে ভোটের লড়াই চলছে।
এবিষয় জানতে চাইলে প্রিজাইডিং অফিসার জুনায়েদ হোসেন বলেন, এ বিষয় আমি কিছু বলতে পারবো না, আপনারা ঢাকা অফিসের কাছ থেকে বক্তব্য নেন।