বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর ২০২২ | ১৫ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

কার্যালয়ে বোমা রেখে নাটক তৈরি করা হয়েছে : মির্জা ফখরুল

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ৮, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপির কার্যালয়ে বোমা রেখে নাটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপি মহাসচিব। পুলিশ নয়াপল্টন কার্যালয়ে সিমেন্টের ব্যাগে করে বোমা নিয়ে এসেছে বলেও দাবি করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, নয়াপল্টনেই আগামী ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, অপ্রীতিকর কিছু ঘটলে সরকার দায়ী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পুলিশ চাল পেয়েছে, এগুলো কি বিস্ফোরক? ১৬০ বস্তা চাল ও দুই লাখ পানির বোতল রাখার মতো জায়গা নেই সেখানে।

মির্জা ফখরুল বলেন, ২২ আগস্টের আগে অনেকেই বলেছে বিএনপি কিছু করতে পারে না। আন্দোলন করতে পারে না। আমরা সেটা করেছি। ১০ তারিখে ঢাকায় গণসমাবেশও হবে।

সর্বশেষ - প্রচ্ছদ