নিউজ ডেস্ক :
কারিগরি ত্রুটির কারণে লেনদেন শুরুর দেড় ঘণ্টার মাথায় ১০টা ৫৮ মিনিটে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
অন্যান্য দিনের মতো সোমবার (২৪ অক্টোবর) সকালেও সাড়ে ৯টায় দিনের স্বাভাবিক লেনদেন শুরু হয়। তবে ১০ টা ৫৮ মিনিটে থেকে কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হয়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, সমস্যা সমাধানে সংশ্লিষ্টরা বৈঠকে বসেছেন। কারিগরি ত্রুটি সমাধান হলে আবারও লেনদেন শুরু হবে।
সোমবার লেনদেন বন্ধ হওয়ার আগে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩০৩ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৯টির। লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় মূল সূচক ৩২ পয়েন্ট কমে ৬ হাজার ৩১১ পয়েন্টে নেমেছে। এ ছাড়া এদিন ডিএসইতে ২২৮ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর আগে ১৮ জুলাইও কারিগরি ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল।