ফেরারী মন
কাকলি মান্না
এরপর আবার হয়তো দরজা বন্ধ করে দেবে
ফিরব না ভেবে
মন তোমার বুক পকেটে চিরকুট হয়ে
পৌছে যাবে ভিতরে
তুমি পা বাড়াবে
মনের ও এক পা আছে
ঢুকে পড়ে তোমার সন্ধ্যারাগে
জ্যোৎস্না আঁকে বালিশের পাশে
ফেবুর পাতায় ঝলসে ওঠা মুখ
মন হীন মুখোশ খুঁজছ তুমি
তখন অন্য ঠিকানা
তখন তুমি পরিব্রাজক
কাকলি মান্না, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত
বাংলার কথা/মার্চ ১৭, ২০২১