নিজস্ব প্রতিবেদক o
গোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ, চাকরিজীবী, ব্যবসায়ী ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাঁকনহাট পৌর অডিটরিয়ামে আয়োজিত সভায় কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মজিদ অতিথিদের সাথে পৌরসভার ৯নং ওয়ার্ডের উন্নয়ন, সমস্যা ও করণীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ৯নং ওয়ার্ডের জনগণ তাদের ওয়ার্ডের চলমান কার্যক্রম এবং কিছু নতুন বিষয় মেয়রের নিকট তুলে ধরে বলেন, মেয়র আব্দুল মজিদ পৌরসভার উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সার্বক্ষণিক পৌরবাসীর সুবিধা ও অসুবিধার কথা ভাবেন। তাঁর দৃঢ় নেতৃত্বে এই পৌরসভায় নাই কোন প্রকার রাজনৈতিক কলহ। নাই মাদকের সমারোহ। সেইসাথে নাই চুরি, ডাকাতী ও রাহাজানি। মেয়র সকল শ্রেণির পেশার মানুষের সাথে আলোচনা সাপেক্ষে সকল কার্যক্রম করেন বলে তারা উল্লেখ করেন।
তারা আরো বলেন, সামনে পৌর নির্বাচন শুরু হবে। বতর্মান মেয়র যেভাবে এই পৌরসভার উন্নয়নে কাজ করে যাচ্ছেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাঁর কোন বিকল্প নাই। তারা আগামী নির্বাচনে কাঁকনহাটের নৌকার কান্ডারী আব্দুল মজিদ মাস্টারকে মনোনয়ন দেয়ার জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। সেইসাথে আগামী নির্বাচনে কোন প্রকার দ্বিধাদ্বন্দ্ব না করে তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উপস্থিত প্রতিনিধি ও পৌরবাসীর নিকট আহবান জানান তারা।
মেয়র তাদের কথা শোনেন এবং দ্রুততার সাথে সমস্যাগুলো সমাধান করার প্রতিশ্রুতি দেন। সেইসাথে আগামী পৌর নির্বাচনে সরকারী দলীয় প্রার্থীর হয়ে কাজ করার জন্য সবার প্রতি অনুরোধ করেন মেয়র।
এ সময় কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর ও যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অত্র ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় দুইশতাধিক জনগণ উপস্থিত ছিলেন।
বাংলার কথা/ সেপ্টেম্বর ২১, ২০২০

