শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ | ১৯শে চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

কবীর সুমন গাইবেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ১৪, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
কথা ছিল, শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে গাইবেন ভারতের পশ্চিমবঙ্গের গায়ক কবীর সুমন। শেষ মুহূর্তে এসে জাদুঘরে অনুষ্ঠান করার অনুমতি পাননি আয়োজকরা।

এদিকে শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে আয়োজকরা  জানালেন, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে কবীর সুমনের গানের অনুষ্ঠান।

আয়োজক প্রতিষ্ঠান ‘পিপহোল’র কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ বলেন, ‘আমরা কবীর সুমনের গানের অনুষ্ঠান করার চেষ্টা করছি। শুধু বলছি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গাইবেন কবীর সুমন। বিস্তারিত জানাতে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই বিস্তারিত তুলে ধরা হবে। ’

সম্প্রতি আয়োজক প্রতিষ্ঠান জাতীয় জাদুঘরে ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত কবীর সুমনের গানের অনুষ্ঠানের তারিখ ঘোষণা করে। জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা ছিল। সে অনুযায়ী অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে। কিন্তু অনুমতি মেলেনি।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘জাদুঘরের মতো কি-পয়েন্ট ইনস্টলেশনে (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না। তবে আয়োজকরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, তবে আমরা তা বিবেচনা করব। ’

অনুমতি না পাওয়ায় স্থান পরিবর্তন করে ভিন্ন স্থানে কবীর সুমনের অনুষ্ঠান আয়োজনের কথা জানালেন আয়োজকরা।

প্রসঙ্গত, ১৯৯২ সালে প্রকাশ হয় কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’। বাংলা গানের গতিপথ বদলে দেওয়া এ অ্যালবাম প্রকাশের ৩০ বছর পূর্ণ হলো এ বছর। এ উপলক্ষে বিষয়টি উদযাপন করতেই কবীর সুমনের কিছু ভক্ত তাকে ঢাকায় আমন্ত্রণ জানিয়েছেন।

সর্বশেষ - প্রচ্ছদ