কবিতা, তোমাকে বলছি!
-বিশ্বজিৎ কর
আমার আকাশে কালো মেঘ এলে,
তোমাকে উজ্জ্বল নক্ষত্র হতে হবে!
আমার ক্যানভাসে কালির আঁচড় পড়লে,
তোমাকে মুছে ফেলতে হবে!
আমার সকালে পাখিগুলো নীরব থাকলে,
তোমাকে সুর দিতে হবে!
আমার দুপুরের নিস্তব্ধতা দাপট দেখালে,
তোমাকে সরব হতে হবে!
আমার সন্ধ্যায় পাখি ফিরে না এলে,
তোমাকে সাঁঝবাতির জ্বালতে হবে!
আমার রাতে তুমি অন্য কারও হলে,
তোমাকে কবিতা না হলেও চলবে!
তুমি যে শুধু আমার কবিতা!
কবি বিশ্বজিৎ কর, বোড়াল, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
বাংলার কথা/আগস্ট ৩১, ২০২০

