নিউজ ডেস্ক :
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উত্তর ইরাক এবং সিরিয়ায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন। ‘সন্ত্রাসী হুমকি’ নির্মুলের অংশ হিসেবে তিনি এই অভিযানের ঘোষণা দিতে যাচ্ছেন বলে তুরস্কের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
সম্প্রতি তুরস্কে এক বোমা হামলায় ৬ জন নিহত হন। এরপর উত্তর সিরিয়ায় বিমান হামলা শুরু করে তুরস্ক। সোমবার সিরিয়া থেকে ছোড়া রকেট হামলায় তুরস্কের তিন নাগরিক নিহত হয়েছে। এরপর এরদোয়ান সরকার উত্তর সিরিয়া এবং উত্তর ইরাকে অবস্থান করা কুর্দি বিদ্রোহীদের দমনে স্থল অভিযানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
সোমবার এক বক্তৃতায় এরদোয়ান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে তুরস্ক নিরব থাকবে না।