নিজেস্ব প্রতিবেদক :
রাজশাহী পুঠিয়া উপজেলার ৪নং ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী। দলীয় সমর্থন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, মেহেদী হাসান সুলতান।
একই সাথে তিনি ৪নং ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একক চেয়ারম্যান পদপ্রার্থী প্রার্থী মোঃ জিল্লুর রহমান কে সমর্থন দিয়েছেন বলে নিশ্চিত করেছেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু।
এর আগে গতকাল সোমবার প্রার্থীদের নিয়ে জরুরি সভা হয়। ওই সভায় রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান সুলতানের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন,রাজশাহী আওয়ামী লীগের সদস্য, বদরুল ইসলাম তাপস, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু, ৪নং ভাল্লুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রীঃ সুধীরচন্দ্র সরকার, ৪নং ভাল্লুকগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম পারভেজ, পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মৌসুমি রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে ৪নং ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান সুলতান বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে আমি বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তলন করি এরপরে দলীয় দির্দেশনা পেয়ে আমি চেয়ারম্যান পদপ্রার্থী থেকে সরে দাঁড়াই এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা পতিকে ৪নং ভাল্লুকগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিল্লুর রহমান কে সমর্থন করলাম এছাড়াও আজ থেকে তাঁর জন্য নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাবো।