নিজস্ব প্রতিবেদক ০
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে ইউটিউব, হোয়াটসআপসহ বিশ্বব্যাপী ব্যবহৃত জনপ্রিয় বেশকিছু অ্যাপের বিকল্প অ্যাপ। এসব অ্যাপের পরিচিতি সর্ম্পকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে অবহিত করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে অ্যাকটিভ ফ্রিল্যান্সার উদ্বুদ্ধকরণ কর্মশালা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাজশাহীর পবা উপজেলার আশ্রয় রির্সাচ এন্ড ট্রেনিং সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ডিজিটাল রেভুলেশন টেকনোলজিস বিডি লিমিটেডের বাংলাদেশ অংশের চেয়ারম্যান সঞ্জয় কুমার বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে এনায়েত হোসেন লিটু, আনোয়ার হোসেন, ওমর ফারুক ও রাজশাহী বিভাগীয় প্রধান জি.এম আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, ই-কমার্স প্রতিষ্ঠান ডিজিটাল রেভুলেশন টেকনোলজিস বিডি লিমিটেড তরুনদের আউট সোর্সিয়ের মাধ্যমে আয় করার সুযোগ তৈরি করেছে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী জনপ্রিয় বেশকিছু অ্যাপের বিকল্প হিসেবে চিঠি, মাইটিউব ওয়ার্ল্ড, ভিডসকোপ ও গো-গেম ইলেভেনের মতো জনপ্রিয় অ্যাপ বাজারজাত করণে কাজ করছে।
বাংলার কথা/জানুয়ারি ২১, ২০২১