শুক্রবার , ১৪ অক্টোবর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

ইউক্রেনে আপাতত শক্তিশালী আক্রমণ করবে না রাশিয়া

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ১৪, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, কিয়েভে আপাতত বড় ধরনের আক্রমণের পরিকল্পনা নেই। তাদের লক্ষ্য ইউক্রেনকে ধ্বংস করা নয়। শুক্রবার আস্তানায় এক সংবাদ সম্মেলনে পুতিন এই মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট বলেন, এখন আর বড় ধরনের আক্রমণের প্রয়োজন নেই। আরও অন্যান্য কাজ আছে যা পরবর্তীতে স্পষ্ট হবে।

সাংবাদিকরা পুতিনের কাছে জানতে চান–ইউক্রেনে রুশ সেনারা যা করছে এটা নিয়ে তার কোনো অনুশোচনা আছে কিনা। জবাবে পুতিন বলেন, ‘না, নেই।’
গত ৮ অক্টোবর ক্রিমিয়ার কার্চ ব্রিজে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ঘটনার জন্য ইউক্রেন দায়ী উল্লেখ করে দু’দিন পর সমগ্র ইউক্রেনে ৮৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া। এতে অন্তত ২০ জন নিহত হন, আহত হন শতাধিক। সূত্র: আল জাজিরা

সর্বশেষ - প্রচ্ছদ