বুধবার , ১৯ অক্টোবর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

ইউক্রেনের পরিস্থিতি জটিল, স্বীকার করলেন রুশ কমান্ডার

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ১৯, ২০২২ ১১:৪৮ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক :
ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার নতুন কমান্ডার সের্গেই সারোভিকিন যুদ্ধের পরিস্থিতি নিয়ে বিরল স্বীকারোক্তি দিয়েছেন। রাশিয়া ২৪ টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, খেরসনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। শত্রুরা ক্রমাগত রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করছে। আজ (বুধবার) পর্যন্ত পরিস্থিতি জটিল বলেও মন্তব্য করেন তিনি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে খেরসন থেকে রুশ বাহিনীকে ২০–৩০ কিলোমিটার পিছু হটানো হয়েছে। দিনিপ্রো নদীর পশ্চিম তীরে রুশ বাহিনীকে আটকে রাখার আশঙ্কা আছে।

জাপোরিঝিয়ার রুশ কাউন্সিলের সদস্য ভ্লাদিমির রগোভ বলেছেন, রুশ–নিয়ন্ত্রিত এনেরগোদার শহরে ইউক্রেনের বাহিনী সারা রাত গোলা হামলা চালিয়েছে। ওই শহরে জাপোরিঝিয়া কেন্দ্রের বেশ কয়েকজন কর্মী বসবাস করেন।

রাশিয়ার নতুন কমান্ডার বলেন, যে এলাকায় বিশেষ সেনা অভিযান পরিচালনা করা হচ্ছে, সেখানকার পরিস্থিতি খুবই উত্তেজনাকর। খেরসন অঞ্চল নিয়ে সারোভিকিন বলেন, এই এলাকার পরিস্থিতি কঠিন। শত্রুরা উদ্দেশ্যমূলকভাবে খেরসনের বিভিন্ন অবকাঠামো ও আবাসিক ভবনে হামলা চালাচ্ছে। সূত্র: আল জাজিরা

সর্বশেষ - প্রচ্ছদ