বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২ | ১০ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

ইঁদুরের কারণে প্রতি বছরে ৫০০ কোটি টাকার ফসলের ক্ষতি

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ২৭, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
শ্রীমঙ্গলে ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্ধোধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অজিত কুমার পাল। সভায় জানানো হয়, ইঁদুর প্রতি বছর প্রায় ৭ লাখ মেট্রিক টন খাদ্যশস্য নষ্ট করে। বাংলাদেশে ইঁদুরের আক্রমনে বছরে আমন ধানের শতকরা ৫-৭ ভাগ, গম ৪-১২ ভাগ, গোলআলু ৫-৭ ভাগ, আনারস ৬-৯ ভাগ নষ্ট করে।

এ প্রেক্ষাপটে ১৯৮৩ সাল থেকে বাংলাদেশে কৃষি সম্প্রসারন অধিদপ্তর ইঁদুর নিধন অভিযান শুরু করে। কৃষি বিভাগ থেকে গত ৫ বছরে ১ কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৩৭৬ টি ইঁদুর নিধন করেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, এ কর্মসুচির ফলে ২০২০ সালে ৮৯ হাজার ৮৭৫ মেট্রিক টন আমন ফসল ইঁদুরের আক্রমন থেকে রক্ষা পেয়েছে।

২০২১ সালের কৃষি বিভাগের প্রকাশিত এক বুলেটিনে দেখা যায়, বাংলাদেশে প্রতি বছর ইঁদুরের কারনে গড়ে ৫০০ কোটি টাকারও বেশি ফসলের ক্ষতি হয়ে থাকে। বাংলাদেশে প্রায় ৫০-৫৪ লাখ লোকের এক বছরের খাবার ইঁদুরের কারনে নষ্ট নষ্ট হয়। বুলেটিনে আরো বলা হয়, ইঁদুর শুধুমাত্র গম ফসলে বছরে প্রায় ৭৭ হাজার মেট্রিক টন ক্ষতি করে যার আনুমানিক মূল্য প্রায় ১৫০ কোটি টাকা।

সভায় জানানো হয়, ইঁদুর নিধন অভিযান সফল করতে এবং অভীষ্ট লক্ষ্যে পৌছাতে কৃষকদের পাশাপাশি ছাত্র-ছাত্রী, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংস্হার কর্মীসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। এর ফলে ফসল ও সম্পদ রক্ষা পাবে এবং দেশ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সফল হবে।

সর্বশেষ - প্রচ্ছদ