সোমবার , ২ জানুয়ারি ২০২৩ | ১৫ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয় : রাজ

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
জানুয়ারি ২, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
পরীমনি ও শরিফুল রাজ ইস্যু এখন ‘টক অব দ্য ঢালিউড’। আলোচিত এই দম্পতির সম্পর্কের টানাপোড়েন ও সংসারে ভাঙন নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে।

রাজ-পরীমনি এখন আলাদা ছাদের নিচে বাস করছেন। পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমের একের পর এক পোস্ট দিয়ে নতুন নতুন তথ্য দিয়েছেন।

গতকাল রক্তমাখা বিছানার ছবি দিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন। রাজের বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগও করেছেন পরীমনি।

পরীমনি একাধিকবার রাজের নির্যাতনের শিকার এমন অভিযোগও এসেছে। এসব বিষয়ে রাজ অনেকটাই চুপচাপ।

পরীমনির মারধর করার অভিযোগ প্রসঙ্গে গতকাল দুপুরে রাজ বলেছিলেন, ‘আমি আসলে এসব ইস্যুতে কিছুই বলতে চাই না। কী হচ্ছে, এসবের কিছুই আমি জানিও না। জানতেও চাই না। আমি বাসায় আছি। সারা রাত ঘুমাইনি। এখন ঘুমাচ্ছি, ঘুমানোর চেষ্টা করছি।’

বোঝা যাচ্ছে রাজের জীবনে ঝড় বয়ে যাচ্ছে। তবে আজ এ বিষয়ে কিছুটা খোলামেলা কথা বলেছেন ঢালিউড নায়ক।
পরীমনির বিভিন্ন অভিযোগের জবাবে রাজ বলেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো তার সে অধিকার আছে।

আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কিনা তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি, আমি কোনো ভুল করিনি।’

তাদের সম্পর্ক যে আর টিকছে না, সেটিও স্পষ্ট করেন রাজ। ‘না, আর হবে না (জোড়া লাগবে না)।’

ফেসবুকে পরীমনির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

পরীর গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ প্রসঙ্গে রাজ কোনো মন্তব্য করেননি।

শুধু এটুকু বলেন, পরীর যা মন চায়, তা করুক।

সর্বশেষ - প্রচ্ছদ