নিউজ ডেস্ক :
আবাসিক ফ্ল্যাট বুকিংয়ে সর্বনিম্ন আড়াই লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা ছাড় দিচ্ছে শেলটেক প্রাইভেট লিমিটেড।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রিহ্যাব ফেয়ার-২০২২ এ শেলটেকের নিজস্ব স্টলে এ সুবিধা পাওয়া যাবে। বুধবার (২১ ডিসেম্বর) শুরু হয়ে পাঁচ দিনব্যাপী আবাসন খাতের এ মেলা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
শেলটেকের সিনিয়র সেলস ম্যানেজার নাবিল বলেন, ফ্ল্যাটের দাম অনুযায়ী এই ছাড় গ্রাহকরা পেয়ে থাকবেন। যে ফ্ল্যাটের দাম বেশি, সেখানে ছাড়টাও বেশি হবে। সর্বনিম্ন আড়াই লাখ টাকা থেকে ছাড় দেওয়া হবে। মেলা চলাকালীন সময়ে গ্রাহকরা এসে ফ্ল্যাট বুকিং করতে পারবেন।