মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

আধুনিক শহরের লক্ষ্যে ঈশ্বরদী পৌরসভায় ১০২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
ডিসেম্বর ২৭, ২০২২ ২:০৬ অপরাহ্ণ

শেখ মেহেদী হাসান, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
ঈশ্বরদীকে দৃশ্যমান আধুনিক শহরে রূপান্তর করার লক্ষ্যে ১২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে রেসিলিয়েন্ট আরবান এন্ড টেরোটরিয়াল ডেভেলমেন্ট প্রকল্প (আরইউটিডিপি) কর্মকর্তারা ঈশ্বরদী পৌরসভার মেয়র, কর্মকর্তা, কাউন্সিলর ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আজ (মঙ্গলবার) সকালে ঈশ্বরদী পৌর সভার সম্মেলন কক্ষে মেয়র ইছাহক আলি মালিথার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় রেসিলিয়েন্ট আরবান এন্ড টেরোটরিয়াল ডেভেলমেন্ট প্রকল্পের প্রধান কর্মকর্তা সুধীর কুমার শর্মা ঈশ্বরদীকে আধুনিক শহরে রূপান্তর করার ক্ষেত্রে উন্নয়নমূলক একগুচ্ছ প্রকল্পের আলোকপাত করেন। কাজগুলোর মধ্যে রয়েছে আধুনিক বাস টার্মিনাল, কমিউনিটি সেন্টার, শিশু পার্ক, ফুট ওয়্যার ব্রিজ, অরণকোলা পশু হাট সংস্কার, পরিচ্ছন্নকর্মীদের আধুনিক বাসস্থান, পাবলিক টয়লেট, সড়ক ও ড্রেন নির্মাণ কাজ।

মতবিনিময় শেষে সুধীর কুমার শর্মা সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা আাগমী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করার আশাবাদী। একারণেই দেশের প্রতিটি শহরকে আগে আধুনিক শহরে রূপান্তর করতে হবে। তাই সরকার দেশের প্রতিটি শহরকে আধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে।
আগামী ৭ বছরের মধ্যে ১০২ কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদীর উন্নয়নে এসব প্রকল্পের কাজ করা হবে। কাজ শেষ হলে ঈশ্বরদী আধুনিক শহর হিসেবে দৃশ্যমান হবে।

পৌর মেয়র ইছাহক আলি মালিথা বলেন, ঈশ্বরদীকে পরিচ্ছন্ন আর আধুনিক শহরে রূপান্তর করতে আমরা সকলে চাই। তাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবাইকে আন্তরিক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা (পিএনও) জহুরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, প্যানেল মেয়র আবুল হাশেম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, প্রধান শিক্ষক মনিরুজ্জামান ও প্রথম সকাল’র সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ। সভায় পৌর সভার সকল কাউন্সিলর, কর্মকর্তাবৃন্দ ও টিএলসিসি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - প্রচ্ছদ

আপনার জন্য নির্বাচিত

তুরস্ক-ইসরায়েল সম্পর্কে নতুন মাত্রা, রাষ্ট্রদূতকে বরণ করলেন তুরস্কের প্রেসিডেন্ট

রংপুরে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড

সেনাবাহিনী দক্ষতা-কর্তব্যনিষ্ঠায় দেশের সেবা করবে : প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়নে উজ্জ্বল দৃষ্টান্ত নারীবান্ধব মেট্রোরেল : ইন্দিরা

যমুনা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঝালমুড়ি বিক্রেতা থেকে ‘জিনের বাদশাহ’

গাছে কাঁঠাল থাকলে গোঁফে তেল দিতে টাইগারদের অসুবিধা কোথায়

যুগপৎ আন্দোলনে রাজপথে থাকবে এলডিপি : কর্নেল অলি

শ্যুটিংয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রণদীপ হুদা

রাসিক মেয়রের সহযোগিতায় রাজমিস্ত্রির কাজ করা সেই শিক্ষার্থী পেল রাবি হলের সিট