সোমবার , ২৪ অক্টোবর ২০২২ | ৭ই চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

আখাউড়ায় সেনাবাহিনীর পোশাক পড়া ভুয়া মেজর আটক

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
অক্টোবর ২৪, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
বিনা টিকিটে ট্রেন ভ্রমণের সময় এক ভুয়া মেজরকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তির পরনে সেনাবাহিনীর পোশাক রয়েছে। ট্রেনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা সদস্যের জিজ্ঞাসাবাদে সে ভুয়া বলে প্রমাণিত হয়।

মোজাম্মেলন হোসেন (২১) নামে ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, সেনাবাহিনীর পোশাকে সোহাগ নাম লেখা এক যুবক সোমবার (২৪ অক্টোবর) সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ওঠে। তবে তার কাছে ট্রেন ভ্রমণের কোনো টিকিট ছিলো না। নিজেকে সে মেজর বলে পরিচয় দিয়ে লাকসাম যাবে বলে জানায়।

বিষয়টি সন্দেহ হলে ট্রেনে দায়িত্বরতরা তাকে জিজ্ঞাসাবাদ করে। পরে একজন সেনা সদস্যের সঙ্গে আলাপচারিতায় সে ভুয়া হিসেবে প্রমাণিত হয়। পরে দুপুরে আখাউড়া রেলওয়ে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলীম হোসেন সিকদার জানান, বিনা টিকিটে ভ্রমণ করা ওই ব্যক্তি নিজেকে মেজর বলে পরিচয় দেয়। সন্দেহ হলে ট্রেনে দায়িত্বরতরা তাকে আটক করেন। তার বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক মোজাম্মেলন হোসেন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার মো. আলাউদ্দিনের ছেলে।

সর্বশেষ - প্রচ্ছদ