শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ১৯শে চৈত্র, ১৪২৯
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খুলনা বিভাগ
  4. খেলাধুলা
  5. চট্টগ্রাম বিভাগ
  6. জাতীয়
  7. ঢাকা বিভাগ
  8. প্রচ্ছদ
  9. ফিচার
  10. বরিশাল বিভাগ
  11. বিনোদন
  12. মতামত
  13. ময়মনসিংহ বিভাগ
  14. রংপুর বিভাগ
  15. রাজনীতি

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত পরীমণি

প্রতিবেদক
BanglarKotha-বাংলারকথা
জানুয়ারি ৭, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক :
ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস থেকে নির্মিত ‘বসুন্ধরা নুডলস’ নিবেদিত শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে পুরো ছবির টিম। সেই প্রচারণার অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা সাতটায় যমুনা ফিউচার ওয়ার্ল্ড প্লে জোনে লাস্যময়ী নায়িকা পরীমণিসহ অন্যান্য কলাকুশলীদের দেখা যায়।

এসময় আরও উপস্থিত শহীদুল আলম সাচ্চু, সিনেমার পরিচালক রায়হান জুয়েল ও ১৪ শিশুশিল্পী। প্লে জোনে খেলতে থাকা বাচ্চাদেরকে ক্লাস রুটিন, কলম ও স্পেশাল গিফট প্রদান করেন পরিমণি, শহীদুল আলম সাচ্চুসহ শিশু শিল্পীবৃন্দ। এর আগে, ৪ জানুয়ারি পরীমণিসহ ছবির টিম হাজির হয়েছিলেন রাজধানীর বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে।

সরকারি অনুদান প্রাপ্ত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল, চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন, এছাড়াও চলচ্চিত্রটির প্রযোজনায় ছিল শট বাই শট এবং সহ-প্রযোজনায় ছিল বঙ্গ। সিনেমাটির জন্য প্রথমবারের মত গানও লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। সিনেমায় তিশা চরিত্রে পরীমণি ও রাতুল চরিত্রে সিয়াম আহমেদ অভিনয় করেছেন। এরই মধ্যে ছবির ট্রেইলার ও গান দর্শক মহলে আলোচিত হয়েছে।

সর্বশেষ - প্রচ্ছদ